কিশোরগঞ্জ কুলিয়ারচরে হুজুর মুসলেহ্ উদ্দিনের একাধিক দীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
কিশোরগঞ্জ জেলার ঐতিহ্যবাহী উপজেলা কুলিয়ারচর থানায় কালিনদীর তীরে অবস্থিত মনোমুগ্ধকর পরিবেশে গড়ে উঠেছে জামিয়া নূরীয়া মুসলেহ্ উদ্দিন মহিলা মাদ্রাসা, নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও নূর মসজিদ।উক্ত প্রতিষ্ঠানগুলো কুলিয়ারচর এলাকার রায়েরচর গ্রামে অবস্থিত। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব হুজুর নূর মুহাম্মদ মুসলেহ্ উদ্দিন।
তিনি দীর্ঘ ৫০ বছর পূর্বে বাজিতপুর থানাধিন নঁয়াপাড়া গ্রাম থেকে এ এলাকায় এসে বসবাস শুরু করেন।সারাদেশব্যাপী ও বিদেশেও উনার বক্তবৃন্দ, মুরিদ রয়েছেন।বক্তবৃন্দদের আর্থিক অনুদানে গড়ে উঠেছে বিভিন্ন প্রতিষ্ঠান।আলহাজ্ব হুজুর নূর মুহাম্মদ, মুসলেহ্ উদ্দিনের ছেলে জামিয়া নূরীয়া মুসলেহ্ উদ্দিন মহিলা মাদ্রাসা, নূরানী হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও কুলিয়ারচর উপজেলার নোঁয়াগাও ২ নং ওয়ার্ড কমিশনার আলহাজ্ব হযরত মাওলানা হুমায়ূন কবির(নূরী)।তিনি জনপ্রতিনিধি হওয়ার পর এলাকায় সরকারী অনুদানের পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকেও আর্থিকভাবে সহযোগীতা করে আসছেন।স্থানীয় জনগন ও মেয়রের নিকট উনার সৎ,নিষ্ঠাবানের জন্য দিনদিন উনার প্রশংসা বেড়েই চলেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.