নিউজ ডেস্ক।
আপনার সুস্বাস্থ্যই আমাদের মূল লক্ষ্য। আজ ৬ নভেম্বর ২০২২ রোজ রবিবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভার ১২ নং ওয়ার্ডের মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারেটি বাংলাদেশের অর্থায়নে ও নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস(norr)কর্তৃক পরিচালিত হাজী আসমত আলী মেডিকেল সেন্টারের সার্বিক তত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী কালিপুর, রামশংকরপুর, মহেশপুর এলাকার সুবিধাবঞ্চিত গরীব,অসহায়, হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে ডায়বেটিস পরীক্ষাসহ অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রায় ১৫০ জন রোগীকে সব ধরনের রোগের ফ্রি চিকিৎসা সেবা প্রধান করেন ভৈরবের কৃতি সন্তান, হাজী আসমত আলী মেডিকেল সেন্টারের মেডিসিন, ডায়াবেটিস, চর্ম-যৌন ও শিশু রোগের বিশিষ্ট চিকিৎসক ডাঃ মাসুদ রানা এবং আল্ট্রাসনোগ্রাফিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, স্ত্রী, প্রসূতি বিদ্যা রোগে অভিজ্ঞ চিকিৎসক ডাঃ সাদিয়া রহমান। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে অতিথি হয়ে উপস্থিত ছিলেন মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ রাবেয়া সুলতানা। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন হাজী আসমত আলী মেডিকেল সেন্টারের কর্মকর্তা মোঃ সাইদুর রহমান বাবলু, মোঃ আলমগীর হোসেন ও ইকরাম বখ্স সহ প্রতিষ্ঠানের সহকারি নার্সবৃন্দ।