অনলাইন ডেস্ক :
কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে ডাব্লিউ এফপি এনজিওর মিনি পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ সদরের লম্বরী এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুইজন সিএনজির যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর শুনার পর পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। এখনো উদ্ধার কার্যক্রম চলছে।
Leave a Reply
You must be logged in to post a comment.