সজীব আল হোসাইন, ইতালি প্রতিনিধি:
ইতালির রোমে নবজাগরণ নারী কল্যান সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
‘টেকসই আগামীর জন্য আজকের লিঙ্গ সমতা’ ২০২২ সালের আন্তর্জাতিক নারী দিবসের এই প্রতিপাদ্য ও ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’ স্লোগান কে সামনে রেখে হলুদ ফুলে রঙ্গিন হয়ে ওঠা রোমের প্রবাসী নারীরা,আগামীতে সঠিক মর্যাদায় এগিয়ে যাওয়ার কথা বলেন।ইতালির রোমে আয়োজিত অনুষ্ঠানে নবজাগরণ নারী কল্যান সমিতির সভাপতি সানজিদা ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুন্নাহার আক্তার লিপি’র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্ঠা ও মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন উপদেষ্ঠা উম্মেহানী, হালিমা খাতুন সহ ইতালি মহিলা আওয়ামী লীগ ও অন্যান্য নারী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও সংগঠনের সহ সভাপতি ফরিদা ইয়াছমিন স্মৃতি, যুগ্ম সম্পাদিকা, বুবলি, বেল্লা শিউলি, নুপুর, তানিয়া হাছান,ইতি রহমান, মিরা হোসেন, সাংগঠনিক সম্পাদিক রওশন আরা খুকু, সিমু অনন্যা ও আখি আলম, প্রচার সম্পাদিক তানিয়া হোসেন ও নিপা আক্তার সহ আখলিমা আক্তার, আফরিনা, তুহিনা এবং মহিলা আওয়ামী লীগ থেকে নিলুফা ইয়াছমিন নিলা, শামীমা আক্তার পপি, রিতা আক্তার, ফরিদা আক্তার,ফারহানা।বক্তারা বলেন,বর্তমান যুগে নারীরা আজ বিশ্ব দরবারে মাথা উচুঁ করে কাজ করছে। তবুও আজ অনেক নারীরাই শিকার হচ্ছে ধর্ষণের, নির্যাতিত হয়ে মারা যাচ্ছে যৌতুক সহ বিভিন্ন কারণে।কচ্ছপ গতিতে হলেও আশা করা যায় লিঙ্গ সমতা একদিন হবেই, নারীরাও পাবে তাদের সমঅধিকার, দরকার শুধুই বন্ধুসুলভ সহযোগিতার।
Leave a Reply
You must be logged in to post a comment.