অনলাইন ডেস্ক:
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়ন মিরারচর বড়বাড়ী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮৯ সালে জন্মগ্রহণ করেন আশরাফুল আলম।মিডিয়া জগতে প্রথম আবির্ভাব হয় শর্টফিল্ম এর মাধ্যমে, তারপর বিজ্ঞাপন মডেলিং, মিউজিক ভিডিও, নাটক ইত্যাদি অসংখ্য কাজ করেছেন তিনি।তিনি বলেন ছোটকাল থেকেই আমার মডেলিংয়ের প্রতি অনেকটা দূর্বলতা ছিলো।
জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও কাছের মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ছাড়া আহামরি কোনো আয়োজন নেই বলে জানালেন আশরাফুল আলম। জন্মদিনে একান্তে পরিবারের সঙ্গে দিনটা উদযাপন করেন তিনি। তিনি বলেন, দিনটা একান্তই নিজের। এ কারণে নিজের বিশেষ এই দিনটি তার পরিবার, পরিজনদের সান্নিধ্যেই কাটানোর ইচ্ছা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঠিকই দিনভর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।এরই মধ্যে গতকাল রাত থেকেই অনেকেই অগ্রিম শুভেচ্ছা জানান এ মডেল-অভিনেতাকে।