1. admin@nayaalo.com : Ashrafhabib :
  2. nayaalo.com@gmail.com : News Desk : News Desk
অষ্টগ্রাম সদরে বর্তমান চেয়ারম্যান মানুষের ভালোবাসায় সিক্ত !! সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ! - Nayaalo
শিরোনাম
রেনেসাঁ অভিনয় শিল্পী সংঘের সভাপতি শামসুল হক বাদল ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম। ভৈরবে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি ভবন ও স্থানদাতার নাম ফলক ভেঙ্গে ফেলার অভিযোগে এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ! উচ্চাঙ্গ সংগীতে জেলায় শ্রেষ্ঠ হয়েছেন প্রেমী দেব। ভৈরবে নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে পৌর মেয়রের সাথে মতবিনিময়। ভৈরবে সড়ক সপ্তাহ পালন উপলক্ষে শিক্ষার্থী সমাবেশ। সফল ব্যবসায়ী হিসেবে সব মহলে প্রশংসিত কুমিল্লার কৃতি সন্তান শাহাদাত হোসেন ভৈরব-কুলিয়ারচর-৬ আসন হাতপাখা মনোনীত প্রার্থী হাজী মুসা খাঁন এর বাবার ইন্তেকাল! গ্রামে গ্রামে ঘুরে সাধারণ মানুষের কথা শুনতে চাই:নাজমুল হাসান পাপন এমপি নিকলীতে প্রাথমিক শিক্ষা রসাতলে, গেইট আটকে চলছে গরুর হাট! প্রকাশ্য সভায় সাংবাদিককে চাঁদাবাজির মামলায় আসামী করার হুমকি!

অষ্টগ্রাম সদরে বর্তমান চেয়ারম্যান মানুষের ভালোবাসায় সিক্ত !! সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ!

  • আপডেটের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৭৭৪ জন দেখেছেন

 

সজীব আল হোসাইন।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সদরে তৃতীয় বারের মত চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু নির্বাচিত হওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদ এর বিভিন্ন উন্নয়নমূলক কাজ সহ প্রতিটি মানুষের মতবিনিময়ের সুযোগ,পরিপূর্ণ বিদ্যুৎ,রাস্তাঘাট,কাল-বাট,
স্কুল-কলেজ,ইত্যাদি কাজ চালিয়ে যাচ্ছেন।নির্বাচিত হওয়ার মাত্র১মাসের মধ্যেই
উল্লেখযোগ্য কাজ ও ইউনিয়ন পরিষদের জনগণের সেবা করে সাফল্য অর্জন করেছেন তিনি।
এদিকে সাবেক ইউপির চেয়ারম্যান সৈয়দ ফারুকের বিরুদ্ধে বিভিন্ন সময় ত্রাণ ও অর্থ,খাদ্য সামগ্রী বিতরণের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর ইউনিয়ন পরিষদ বরাবর অনুদান বা ত্রাণ পাঠালে তা নিজের ইচ্ছামতো বিতরণ করেন সাবেক চেয়ারম্যান সৈয়দ ফারুক আহম্মেদ।
তৃতীয় বারের মত নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু সাথে কথা বলে জানাগেছে,২০১৬সালে দায়িত্ব হস্তান্তর করার সময় জাপানি একটা প্রজ্যাক্টর রেখে আসছিলেন কিন্তুু এইবার নির্বাচিত হওয়ার পর এসে দেখি এটার উধাও।
এই বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের পরামর্শ নিয়ে আইনি ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান। তাছাড়া ইউনিয়ন পরিষদের সরকারি সম্পদের খোঁজ খবর নিয়ে দেখেন আগে যা ছিল গত ৫বছরের পরিষদে কোনো উন্নয়ন তো দূরে কথা যা রেখে গিয়েছিলেন তা বসে বসে ব্যবহার ও লুটপাট করেছে।

নৌকা নিয়ে পাস করায় তার বিরুদ্ধ কারো সাহস হয়নি কথা বলতে,পরিষদ কমপ্লেক্সে নিজের বাড়ি মত বানিয়ে ফেলেছিলনবিশেষ করে চেয়ারম্যান থাকাকালিন সময় পরিষদ কমপ্লেক্সে থাকা ল্যাপটপ,ব্যাটারী, পানির মেশিন সহ বিভিন্ন সময় পরিষদের জিনিসপত্র নিজের ব্যবহারের জন্য বাড়িতে নিয়ে গেছে, তা ফেরত আনে নাই।তার বিরুদ্ধে বিভিন্ন সময় জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকা সহ অসংখ্য অনলাইন পোর্টালে প্রতিবেদন করেছে সাংবাদিকেরা।
কোনো বিষয় কিছু জানতে চাইলে তিনি জানান,আমি এখন বঙ্গভবনে রাষ্ট্রপ্রতির সাথে দেখা করতে আসছি। তাছাড়া ফোনে যোগাযোগ করলে মানুষের সাথে খারাপ আচ্যারণ করতো বলে জানাগেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর...
© All rights reserved © 2022 নায়াআলো ডটকম
Developed By HM.SHAMSUDDIN